Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে --- ইউনিয়ন

এক নজরে আরুয়া ইউনিয়ন

আরুয়া ইউনিয়ন শিবালয় উপজেলার বাউলীকান্দা গ্রামে চিরশান্ত নদীর তীরে ইছামতী, বাল্লা (মালুচি) বাজার সংলগ্ন, এক সময় সবুজ মরিচের জন্য বিখ্যাত, একটি সবুজ ছায়াময় নির্জন গ্রামের উপকণ্ঠে অবস্থিত। প্রবল গ্রাসে পদ্মা যমুনা চূড়ায় থাকলেও শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে আজ আরুয়া ইউনিয়নের রয়েছে নিজস্ব স্বকীয়তা।

ক) নাম- ৫নং আরুয়া ইউনিয়ন পরিষদ।

খ) আকার - 6.03 (বর্গ মাইল)

গ) জনসংখ্যা - 14025 জন (2011 সালের আদমশুমারি অনুযায়ী)

ঘ) নদীর তলদেশে গ্রামের সংখ্যা - ৩৭-২৩=১৪টি।

ঙ) মৌজার সংখ্যা - ২৯টি

চ) হাট/বাজার সংখ্যা-৪ টি

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম- যে কোন  স্থল যান বাহনে আরুয়া ইউনিয়ন পরিষদে যাওয়া যায়।

জ) শিক্ষার হার - 75%। (2001 শিক্ষা সমীক্ষা অনুসারে)

সরকারি প্রাথমিক বিদ্যালয় - ০৫,

উচ্চ বিদ্যালয়: ২ টি,

কলেজ: ১ টি

মাদ্রাসা-02

I) বর্তমান চেমায়ারম্যান- জনাব মোনায়েম মুনতাকিম রহমান খান।

জ) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান - 2টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান - নং।

ঠ) ইউপি বিল্ডিং প্রতিষ্ঠার সময়কাল - 06/04/199৭ 

এম) নবগঠিত পরিষদের বিবরণ -

1) শপথ গ্রহণের তারিখ - 2৮/0২/20২২

2) প্রথম বৈঠকের তারিখ - ০৩/০৩/২০২২

3) মেয়াদ শেষ হওয়ার তারিখ - 2৭/0২/20২৬ 

6) আরুয়া ইউনিয়নের মোট 20টি গ্রাম এবং জনসংখ্যা 14025 জন। গ্রামের নাম এবং গ্রাম ভিত্তিক জনসংখ্যা নিম্নরূপ।

গ্রামের নাম

জনসংখ্যা

গ্রামের নাম

জনসংখ্যা

ধতুরাবাড়ী

৯০৮ জন কুষ্টিয়া

১০২ জন

ছোট ধুতুরাবাড়ী

৪২৭ জন জগদ্দিয়া ২০৮ জন

নালী

১০৭৮ জন

ছোটকোকরন্দ

৬৪৯ জন
ত্রিলোচনপট্টি ৯৮৩ জন

আরুয়া

৯৬৪ জন

দড়িকান্দী

৬৫৮ জন

ঘোনাপাড়া

৭২৮ জন

বড়রিয়া

৫১৪ জন

দেবীনগর

৬৫ জন

তেঘরী

৮২৭ জন

পশ্চিম বাউলীকান্দা

৩৪৫ জন

লক্ষীপুরা

৫০৮ জন

পাচুরিয়া

৭৭ জন

নয়াকান্দী

৬৯৬ জন

পূর্ব-বাউলীকান্দা

৭১৬ জন

কলাইরটেক

০৫ জন বাউলীকান্দা ১৩৮৪ জন

দক্ষিন শালজানা

৯৬৭ জন পার-বাউলীকান্দা ১৭৬ জন

ধীৎপুর

 ৫৩৫ জন

 

মান্দ্রাখোলা

৪৪৫ জন

তথ্য সূত্র- আদমশুমারী ২০১১ প্রতিবেদন।

ণ) ইউনিয়ন পরিষদ জনবল-

1) নির্বাচিত কাউন্সিল সদস্য - 13 জন

2) ইউনিয়ন পরিষদ সচিব - 1 জন।

3) ইউনিয়ন গ্রাম পুলিশ - 10 জন।