ক্রঃনং |
কার্যক্রম |
সেবা |
সেবা গ্রহীতা |
সেবা প্রাপ্তির সময়সীমা |
সেবাদানকারী কর্তৃপক্ষ |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
|
আর্থ-সামাজিক উন্নয়ন সেবা (সুদমুক্ত ) |
||||
১. |
পল্লীসমাজসেবা কার্যক্রম |
* পল্লীঅঞ্চলের দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন; * সচেতনতা বৃদ্ধি,উদ্ধুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান; * ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান; * লক্ষ্যভূক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি।
|
নির্বাচিত গ্রামের সহায়ী বাসিন্দা,যিনি ঃ- * আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভূক্ত পলস্নী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য/সদস্যা; * সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য (ক) পারিবারিক বার্ষিক গড় আয় ৫০০০০/- টাকা পর্যমত্ম (খ) পারিবারিক বার্ষিক গড় আয় ৫০০০১/- টাকা হতে ৬০০০০/- টাকা পর্যমত্ম (দরিদ্র) (গ) পরিবারের বার্ষিক গড় আয় ৬০০০১/- টাকার উর্দ্ধে (ধনী/দারিদ্র্য সীমার উর্দ্ধে) |
নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পরঃ- * ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে; * ২য়/৩য় পর্যায়ের ঋণ (পূণঃবিনিয়োগ) গ্রহন এর জন্য আবেদনের ২০ দিনের মধ্যে। |
উপজেলা সমাজসেবা কার্যলয় সমূহ |
২. |
পল্লীমার্তৃকেন্দ্র কার্যক্রম |
* পল্লীঅঞ্চলে দরিদ্র নারীদের সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন; * পরিকল্পিত পরিবার তৈরিতে সহায়তা ; * জাতীয় জনসংখ্যা কার্যক্রম বাসতবায়ন; * সচেতনতা বৃদ্ধি, উদ্ধুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়ন; * ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান; * লক্ষ্যভূক্ত নারীদের সংগঠিত করে সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে পুঁজি গঠন।
|
নির্বাচিত গ্রামের সহায়ী বাসিন্দা,যিনিঃ- * আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভূক্ত পল্লীমার্তৃকেন্দ্রের সদস্যা এবং * সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ও ‘খ’শ্রেণীভুক্ত দরিদ্রতম নারী যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচচ ৬০ হাজার টাকা পর্যমত্ম ; * সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণীভুক্ত নারী যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ৬০ হাজার টাকার উর্ধে। |
নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পরঃ- * ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে; * ২য়/৩য় পর্যায়ের ঋণ (পূণঃবিনিয়োগ) গ্রহন এর জন্য আবেদনের ২০দিনের মধ্যে। |
উপজেলা সমাজসেবা কার্যলয় এবং পলস্নী এলাকায় সহাপিত মার্তৃকেন্দ্র সমূহ । |
৩. |
এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পূনার্বসন কার্যক্রম |
* ৫ হাজার থেকে ২০ হাজার টাকা ক্ষুদ্রঋণ
|
* এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ৬০,০০০/-(ষাট হাজার) টাকার নিচে। |
* ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে; * ২য়/৩য় পর্যায়ের ঋণ (পূণঃবিনিয়োগ) গ্রহন এর জন্য আবেদনের ২০দিনের মধ্যে। |
উপজেলাসমাজসেবা কার্যলয় এবং শহর সমাজসেবা কার্যালয় সমূহ। |
চলমান-০২ঃ
০২ঃ
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৪. |
শহর সমাজবো কার্যক্রম |
* শহর এলাকায় দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন; * সচেতনতা বৃদ্ধি,উদ্ধুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান; * ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান; * লক্ষ্যভূক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি।
|
নির্বাচিত সহায়ী বাসিন্দা, যিনিঃ মহ * আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভূক্ত শহর সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য; * সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ও ‘খ’শ্রেণীভুক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচচ ৬০ হাজার টাকা পর্যমত্ম; *সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণীভুক্ত ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ৬০ হাজার টাকার উর্ধে। |
*১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে; * ২য়/৩য় পর্যায়ের ঋণ (পূণঃবিনিয়োগ) গ্রহন এর জন্য আবেদনের ২০দিনের মধ্যে। |
শহর সমাজসেবা কার্যালয় সমূহ। |
৫. |
আশ্রয়ন/আবাসন কার্যক্রম |
* আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী দরিদ্র ব্যক্তিদের সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা; * পরিকল্পিত পরিবার তৈরিতে সহায়তা প্রদান; * সচেতনতা বৃদ্ধি,উদ্ধুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান; *৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান; * সদস্যদের সঞ্চয় বৃদ্ধিকরণ।
|
* নির্বাচিত আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা; * আশ্রয়ন কেন্দ্রের সমিতির সদস্য । |
*১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে; * ২য়/৩য় পর্যায়ের ঋণ (পূণঃবিনিয়োগ) গ্রহন এর জন্য আবেদনের ২০দিনের মধ্যে। |
সংশিস্নষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয় |
|
সামাজিক নিরাপত্তা সেবা |
||||
৬. |
বয়স্কভাতা কার্যক্রম |
* সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্কভাতা প্রদান। এ জন্য ২০০৮-০৯ অর্থ বছরে নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৩০০/-হারে প্রদান করা হচেছ। |
* দেশের সকল সিটি কর্পোরেশন,পৌরসভা ও উপজেলার ৬৫ বছর বা তদূর্ধ বয়সী হতদরিদ্র মহিলা বা পুরম্নষ,যার বার্ষিক গড় আয় অনুর্ধ ৩০০০/-(তিন) হাজার টাকা; * শারীরিকভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবীণ পুরম্নষ ও মহিলাকে সর্বোচচ অগ্রাধিকার দেয়া হয়; * তালাকপ্রাপ্ত,স্বামী পরিত্যক্ত,বিপত্নীক ,নিঃসন্তান,পরিবার থেকে বিচিছন্ন প্রবীণ পুরম্নষ ও নারীদের অগ্রাধিকার দেয়া হয়; * যে সকল প্রবীণ ব্যক্তির আয়কৃত অর্থের সম্পূর্ণ অর্থ খাদ্য বাবদ ব্যয় হয় এবং স্বাসহ্য,চিকিৎসা,বাসসহান ও অন্যান্য খাতে ব্যয় করার জন্য কোন অর্থ অবশিষ্ট থাকে না; * ভূমিহীন বয়স্ক ব্যক্তি। |
* বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচচ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবসহা গ্রহন; * নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা । তবে কেউ এককা- লীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন; * ভাতা গ্রহীতার নমিনী ভাতাভোগীর মৃত্যুর পূর্বে প্রাপ্ত বকেয়া টাকা এবং মৃত্যুর পর তিন মাস পর্যন্ত ভাতার টাকা উত্তোলন করা যাবে। |
* শহর সমাজসেবা কার্যালয় (সিটি কর্পো- রেশনের ক্ষেত্রে) * উপজেলা সমাজসেবা কার্যালয় (উপজেলা ও ‘গ’ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে) * জেলা সমাজসেবা কার্যালয় (‘ক’ও ‘খ’ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)। |
চলমান-০৩
-ঃ ০৩ ঃ-
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭. |
অসচছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম |
* সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অসচছল প্রতিবন্ধী ভাতা প্রদান। এ জন্য০৮-০৯ অর্থ বছরে নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৩০০/-হারে প্রদান করা হচেছ। |
* ৬ বছরের উর্ধে সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না; যিনি চাকুরীজীবী কিংবা পেনশনভোগী নন; * প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক বার্ষিক আয় =২৪,০০০/-(চবিবশ) হাজার টাকার কম। |
* বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচচ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবসহা গ্রহন; * নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা । তবে কেউ এককা- লীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন;
|
* উপজেলা সমাজসেবা কার্যালয়(উপজেলা ও উপজেলা পর্যায়ের পৌরসভার ক্ষেত্রে) *শহর সমাজসেবা কার্যালয় (সিটি কর্পোরেশন/জেলা পর্যায়ের(‘ক’ও ‘খ’ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)। |
৮. |
প্রতিবন্ধী শিক্ষা- র্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি |
প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪টি সতরে বিভক্ত করে নিম্নরম্নপ হারে উপবৃত্তি প্রদানঃ- * প্রাথমিক স্তর(১ম-৫ম শ্রেণী)ঃ জনপ্রতি মাসিক ৩০০ টাকা; * মাধ্যমিক সত্মর (৬ষ্ঠ-১০ম শ্রেণী)ঃ জনপ্রতি মাসিক ৪৫০ টাকা; * উচচ মাধ্যমিক স্তর(একাদশ ও দ্বাদশ শ্রেণী)ঃ জনপ্রতি মাসিক ৬০০ টাকা; * উচচতর স্তর(স্নাতক ও স্নাতকোত্তর)ঃ জনপ্রতি মাসিক ১০০০টাকা; |
* সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের উর্ধে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী,যাদের বার্ষিক মাথাপিছু পারি বারিক আয় ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকার নিচে। |
* বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচচ ৩ মাসের মধ্যে নতুন উপবৃত্তি গ্রহণকারী নির্বাচনসহ উপবৃত্তি বিতরণ এবং নিয়মিতভাবে শিক্ষা- কালীন সময়ে; |
* উপজেলা সমাজসেবা কার্যালয়(উপজেলা ও উপজেলা পর্যায়ের পৌরসভার ক্ষেত্রে) *শহর সমাজসেবা কার্যালয় (সিটি কর্পোরেশন/জেলা পর্যায়ের(‘ক’ও ‘খ’ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)। |
৯. |
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা |
* সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান। ২০০৮-০৯ অর্থ বছরে প্রত্যেক অসচছল মুক্তিযোদ্ধাকে মাসিক জনপ্রতি =২,০০০/-টাকা হারে প্রদান। |
* মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ১২,০০০/- টাকার উর্ধে নয়; * মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে দুটি তালিকায় অমত্মভুক্ত,সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেলস হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অমত্মর্ভূক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মমত্রণালয়ের কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযুদ্ধ বিষয়ক মমত্রণালয়ের কর্তৃক মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। * এক্ষেত্রে কর্মক্ষম নন বা আংশিক কর্মক্ষম/ভূমিহীন/কর্মহীন/সহায় সমবলহীন মুক্তিযোদ্ধাগণ অগ্রাধিকার পাবেন; |
* বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচচ ৬ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবসহা গ্রহণ * মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রতিমাসে প্রদান করা হয়,তবে কেউ ইচছা করলে একাধিক মাসের বকেয়া একত্রে উত্তোলন করতে পারবেন। |
* উপপরিচালক,জেলা সমাজসেবা কার্যালয় (সিটি কর্পোরেশন এলাকার থানা সমূহের ক্ষেত্রে) * উপজেলা সমাজসেবা কর্মকর্তা,উপজেলা সমাজসেবা কার্যালয় (উপজেলা ও উপজেলা পর্যায়ের(‘ক’‘খ’ও ‘গ’ শ্রেণীরপৌরসভার ক্ষেত্রে) |
-ঃ ০৪ঃ-
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
|
|
এতিম,অবহেলিত,দুসহ ও বিপন্ন শিশুদের অধিকার সুরক্ষা ,প্রতিপালন,কল্যাণ ,উন্নয়ন ও পূনর্বাসন |
|||||
১০. |
সরকারী শিশু পরিবারে এতিম শিশু প্রতিপাশন ও পূনর্বাসন |
* অনুর্ধ ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন। * পারিবারিক পরিবেশে স্নেহ-ভালবাসা ও আদর যত্নের সাথে এতিম শিশুদের লালন পালন। * শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান। * নিবাসীদের শারীরিক,বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষ সাধন। * পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংসহানের ব্যবসহা করা। |
* ৬ থেকে ৯বছর বয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন দরিদ্র শিশুকে ভর্তি করার পর ১৮ বছর বয়স পর্হন্ত সেবা প্রদান করা হয়। |
* শিশু পরিবারে ভর্তির জন্য আবেদনপত্র প্রাপ্তির পর আসন খালি থাকা সাপেক্ষে ১ মাসের মধ্যে প্রক্রিয়া চুড়ামত্ম করণ। * শিশুর বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত বিভিন্ন ধরণের সেবা প্রদান । |
* জেলা সদর ও কিছু কিছু উপজেলায় অবস্থিত ৪৩টি বালক,৪১টি বলিকা ১টি মিশ্র সর্বমোট ৮৫টি সরকারী শিশু পরিবার।
|
|
|
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা,প্রতিপালন,কল্যাণ,উন্নয়ন ও পূনর্বাসন |
|||||
১১. |
প্রতিবন্ধীতা সনদ প্রদান |
প্রতিবন্ধীতা সনদ প্রদান |
প্রতিবন্ধী ব্যক্তি |
প্রয়োজনীয় তথ্য সহ আবেদনের ১ দিনের মধ্যে |
জেলা সমাজসেবা কার্যালয় |
|
১২. |
সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম |
* দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমন্বিতভাবে সাধারণ ছাত্র- ছাত্রীদের সাথে আনুষ্ঠানিক শিক্ষা প্রদান। * দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের আবাসিক/অনাবাসিক থাকার ব্যবসহা ও ভরণ-পোষণ। * ব্রেইল পদ্ধতির মাধ্যমে শিক্ষা দানের ব্যবসহাকরণ * বিনামূল্যে ব্রেইল বই ও অন্যান্য সহায়ক শিক্ষা উপকরণ সরবরাহ * দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের জন্য থাকা-খাওয়ার হোষ্টেল সুবিধা প্রদান * দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের পুনর্বাসন। |
দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র |
* আবেদন প্রাপ্তির ১ মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরণ * ভর্তির পর হতে এস এস সি পরীক্ষার সময় পর্যমত্ম কার্যক্রমের সকল সুযোগ সুবিধা প্রদান |
রির্সোস শিক্ষক সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী কার্যক্রম। |
চলমান-০৫
-ঃ ০৫ঃ-
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
|
|
ভবঘুরে ও সামাজিক অপরাধ প্রবণদের উন্নয়ন ও পূনর্বাসন |
|||||
১৩. |
সরকারী (ভবঘুরে) আশ্রয় কেন্দ্র পরিচালনা |
* ভবঘুরে আইনের আওতায় আটককৃত ব্যক্তিদেরকে বিশেষ বিচারক কর্তৃক ভবঘুরে হিসেবে ঘোষণা/মুক্তির বাবসহা করা * অভ্যর্থনা কেন্দ্র হতে ভবঘুরে ঘোষিত নিবাসীদেরকে বয়স ও লিঙ্গ ভেদে অন্যান্য সরকারী আশ্রয় কেন্দ্রে সহানান্তর * ভবঘুরে ব্যক্তিদের নিরাপত্তা,ভরণ-পোষণ ও রক্ষণাবেক্ষণ * শিক্ষা,বৃত্তিমূলক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ * বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন * কাউন্সেলিং এর মাধ্যমে মানসিকতার উন্নয়ন * স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবসহা গ্রহন করা * কেন্দ্রের নিবাসীদের সাথে আত্মীয়-স্বজনকে দেখা করার ব্যবস্থা করা * ভবঘুরে ব্যক্তির আত্মীয়কে খুঁজে বের করা * চাকুরী বিয়ে আত্মকর্মসংসহানের মাধ্যমে নিবাসীদের সমাজে পুনর্বাসনের ব্যবসহা করা |
বঙ্গীয় ভবঘুরে আইনের আওতায় গ্রেফতারকৃত এবং বিশেষ আদালত কর্তৃক ঘোষিত ভবঘূরে ব্যক্তি। |
ভবঘূুরে হিসেবে মিরপুর অভ্যর্থনা কেন্দ্রে গ্রহনের পর থেকে মুক্তি প্রাপ্তির পূর্ব পর্যন্ত |
* সরকারী আশ্রয় কেন্দ্র ,ধলা,ত্রিশাল, ময়মনসিংহ।
|
|
১৪. |
প্রবেশন ও আফটার কেয়ার কর্মসূচি বাসতবায়ন |
* মাননীয় আদালতের নির্দেশে প্রথম ও লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের শাসিত্ম প্রদান সহগিত রেখে প্রবেশন অফিসারের তত্তবাবধানে পারিবারিক/সামাজিক পরিবেশে রেখে সংশোধন ও আত্মশুদ্ধির ব্যবসহা করা * কারাবন্ধি ব্যক্তিদের শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান। * সাজাপ্রাপ্ত শিশুদের কারাগারে না রেখে কিশোর/কিশোরী উন্নয়ন কেন্দ্রে প্রবেশন অফিসার/সোস্যাল কেইস ওয়ার্কা- রের তত্তবাবধানে কাউন্সেলিং এর মাধ্যমে শিশুর মানসিক- তার উন্নয়ন এবং সংশোধন। * টাস্কফোর্স কমিটির সহায়তায় কারাগারে বন্দি শিশু কিশো- রদের মুক্ত করে /কিশোর উন্নয়ন কেন্দ্রে সহানান্তর * মুক্তিপ্রাপ্ত কয়েদীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ * কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের শর্ত সাপেক্ষে মুক্তি * মুক্তিপ্রাপ্ত কয়েদী/প্রবেশনারদের সামাজিক ও অর্থনৈতিক- ভাবে পুনর্বাসন। |
* সংশিস্নষ্ট আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত প্রবেশনার/ব্যক্তি । * আইনের সংস্পর্শে আসা শিশু/কিশোর। * মৃত্যুদন্ড,যাবজ্জীবন কারাদন্ড এবং রাষ্ট্রদ্রোহিতা,বিস্ফোরক দ্রব্য আইন,অস্ত্র আইনে দন্ডপ্রাপ্ত নারী ব্যতীত ১ বছরের অধিক যে কোন মেয়াদে কারাদন্ডপ্রাপ্ত কোন নারী যিনি রেয়াতসহ শত- করা ৫০ভাগ কারাদন্ড ভোগ করেছেন। |
* বিজ্ঞ আদালত কর্তৃক নির্ধারিত সময়সীমা /প্রদত্ত আদেশ * পূনর্বাসনের বিষয়ে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি/উপজেলা/শহর সমাজসেবা কার্যক্রম প্রকল্প বাসতবায়ন কমিটির অনুমোদন প্রাপ্তির পর ২০ কর্ম- দিবসের মধ্যে।
|
* প্রবেশন অফিস (জেলা শহরে অবস্থিত জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়) * সকল উপজেলা সমাজসেবা কার্যালয় (সদর উপজেলা ব্যতীত)
|
চলমান-০৬
-ঃ ০৬ঃ-
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
|
অসহায়,দুসহ রোগীদের অধিকার সুরক্ষা,কল্যাণ ও পূনর্বাসন |
||||
১৫. |
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম |
* হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রাপ্তিতে সহায়তা ও দিক নির্দেশনা প্রদান; * দরিদ্র ও অসহায় রোগীদের ঔষধ,রক্ত,পথ্য,বস্ত্র,চশমা, ক্রাচ,কৃত্রিম অঙ্গ প্রদানসহ বিভিন্ন চিকিৎসা সামগ্র.ী সরবরাহ; * দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাব্যয়ে সহায়তাপ্রদান; * দরিদ্র অসহায় রোগীদের প্রয়োজনে পুষ্টিকর খাবার সরবরাহ; * দাবিদার বিহীন ও পরিত্যক্ত শিশুদের পুনর্বাসন; * রোগের কারণে পরিবারে পরিবারে অনাকাংখিত হয়ে দূর্বি- সহ জীবনযাপনকারীদের স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনে সহায়তা প্রদান করা; * দরিদ্র ও অসহায় বৃদ্ধ / প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান এবং সমাজসেবা অধিদফতর পরিচালিত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দেয়া ; * হাসপাতালে অবসহানরত রোগীদের চিত্তবিনোদনের ব্যবসহা করা ; * চিকিৎসার প্রয়োজনে রোগীকে অন্য হাসপাতাল/চিকিৎসা কেন্দ্রে সহানান্তরে সহায়তা; * রোগীদের স্বাসহ্যসচেতনতা/প্রাথমিক চিকিৎসা বিষয়ে পরামর্শ প্রদান; * গুরুতর অসুসহতা,অপারেশন ইত্যাদি ক্ষেত্রে মানুষিক বিপর্যসত রোগী বা রোগীর অভিভাবককে সাহস ও শান্তনা যোগানো; * নাম পরিচয়হীন দরিদ্র মৃত ব্যক্তির সৎকারের ব্যবসহা করা * রোগ মুক্তির পর দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও যাতায়াত ভাড়া প্রদানের মাধ্যমে পুণঃ একত্রিকরনে সহায়তা করা ; |
সমসা্যাগ্রসত অসহায় ও দরিদ্র রোগী |
অসহায় ও দরিদ্র রোগী চিহিুত হওয়া বা রোগী আবেদন করার পর তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট ডাক্তারের সুপারিশক্রমে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান। |
* জেলা সদরে অবসিহত সরকারী হাসপাতালে , হাসপাতাল সমাজসেবা কার্যালয়,
* বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে, হাসপাতাল সমাজসেবা কার্যালয়,
|
চলমান-০৭
০৭
১ |
২ |
৩ |
৪ |
৫ |