দক্ষিন শালজানা কমিউনিটি ক্লিনিকটি শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের দক্ষিন শালজানা গ্রামে অবস্থিত। ক্লিনিকটি আরুয়া ইউনিয়নের প্রধান সড়ক পাটুরিয়া ঘাট হইতে মালুচী বাজার রাস্তার দক্ষিন শালজানা গ্রামের রাস্তার পূর্ব পাশে একতলা বিল্ডিং। গ্রাম-দক্ষিন শালজনা,ডাকঘর- মালুচী, উপজেলা-শিবালয়, জেলা-মানিকগঞ্জ।
সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন
১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।
৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন
ট্যাবলেট সরবরাহ করা হয়।
৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমেরআওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয়
এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।
৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমেরআওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।
৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।
৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কার্যক্রমপরিচালনা করা হয়।
৮. প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।
৯. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট
চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।
১০. উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।
নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।
১১. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন
কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকেক্রয় করতে হতে পারে।
১২. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা
টানানো আছে।
ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)
ক্রম | প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান | সংশ্লিষ্ট বিধি বিধান | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানকারীগণের নাম ও পদবী |
০১ | গর্ভবতী সেবা | দায়িত্ব ও কর্তব্য/পরিপত্র | যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান | পরিবার কল্যাণ পরিদর্শিকা |
০২ | গর্ভোত্তর সেবা | ঐ | ঐ | ঐ |
০৩ | এম, আর সেবা | ঐ | ঐ | ঐ |
০৪ | নবজাতকের সেবা | ঐ | ঐ | ঐ |
০৫ | ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা | ঐ | ঐ | ঐ |
০৬ | প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা | ঐ | ঐ | ঐ |
০৭ | ই, পি, আই সেবা | ঐ | ঐ | ঐ |
০৮ | ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ | ঐ | ঐ | ঐ |
ক) পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত)
ক্রম | প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান | সংশ্লিষ্ট বিধি বিধান | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানকারীগণের নাম ও পদবী |
০১ | পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান | দায়িত্ব ও কর্তব্য/পরিপত্র | যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান | পরিবার কল্যাণ পরিদর্শিকা |
০২ | খাবার বড়ি | ঐ | ঐ | ঐ |
০৩ | জন্ম নিরোধক ইনজেকশন | ঐ | ঐ | ঐ |
০৪ | আই,ইউ,ডি / কপার টি | ঐ | ঐ | ঐ |
০৫ | ইমপ্ল্যান্ট | ঐ | ঐ | মেডিক্যাল অফিসার (MCH-FP) |
০৬ | ভ্যাসেকটমি/ এন,এস,ডি (স্থায়ী পদ্ধতি- পুরুষ)
| ঐ | নিয়মিতভাবে এবং নির্ধারিত বিশেষ স্থায়ী পদ্ধতির দিনে স্বল্পতম সময়ে | ঐ |
০৭ | টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি-মহিলা) | ঐ | ঐ | ঐ |
০৮ | পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ ব্যবহার জনিত পার্শ্বপ্রতিক্রিয়া ও জটিলতার সেবা | ঐ | ঐ | ঐ
|
গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবাঃ
ক্রম | প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান | সংশ্লিষ্ট বিধি বিধান | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানকারীগণের নাম ও পদবী |
০১ | ই,সি,পি | সরকারি নির্দেশনা অনুযায়ী | যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান | পরিবার কল্যাণ পরিদর্শিকা |
০২ | কনডম - ১(ডজন) - ১ টাকা ২০ পয়সা | ঐ | ঐ | ঐ |
ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকেঃ
ক্রম | প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান | সংশ্লিষ্ট বিধি বিধান | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানকারীগণের নাম ও পদবী |
০১ | আই,ইউ,ডি/কপারটি এর ক্ষেত্রে ১৫০+২৪০=৩৯০/- গ্রহিতাকে প্রদান করা হয় যাতায়াত বাবদ | সরকারি নির্দেশনা অনুযায়ী | যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান | পরিবার কল্যাণ পরিদর্শিকা |
০২ | নরপ্ল্যান্ট বা ইমপ্ল্যান্ট এর ক্ষেত্রে মোট ৩৬০/- = (১৫০ + ৭০ + ৭০ + ৭০) টাকা | ঐ |
| পরিবার কল্যাণ পরিদর্শিকা ও মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি) |
০৩ | স্থায়ী পদ্ধতি (পুরুষ) এর ক্ষেত্রে ২০০০/- ও ১টি লুঙ্গি | ঐ | সপ্তাহে প্রতি সোমবার | ঐ |
০৪ | স্থায়ী পদ্ধতি (মহিলা) এর ক্ষেত্রে ২০০০/- ও ১টি শাড়ি | ঐ | ঐ | ঐ |
ঙ) অন্যান্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)
ক্রম | প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান | সংশ্লিষ্ট বিধি বিধান | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানকারীর নাম ও পদবী |
০১ | সাধারণ রোগী সেবা | দায়িত্ব ও কর্তব্য পরিপত্র | স্বল্পতম সময়ে | পরিবার কল্যাণ পরিদর্শিকা |
০২ | বয়ঃসন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা) | ঐ | ঐ | ঐ |
০৩ | স্বাস্থ্য শিক্ষামূলক সেবা | ঐ | ঐ | ঐ |
কমিউনিটি ক্লিনিকের কোন গুরুত্বপূর্ন তথ্য পাওয়া যায়নি। তথ্য সমূহ পাওয়া গেলে পোর্টালের পূর্নতা প্রাপ্তির জন্য তৎক্ষনাত আপলোড করা হইবে।
কমিউনিটি ক্লিনিকে কোন প্রকল্প নেই। উপজেলা স্বাস্থ্য কম্পেক্স থেকে যে ভাবে নির্দেশনা দেওয়া হয় সে ভাবেই কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তবে মা ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ক্লিনিকের ভূমিকা অপরিসীম। নিয়মিত সেবা প্রদান করিলে এলাকার ছিন্নমূল অসহায় জনগন অনেকটা উপকৃত হবে।
শিবালয় উপজেলা পরিষদ থেকে পাটুরিয়া ঘাটে নামতে হবে। পাটুরিয়া ঘাট হইতে রিক্সা. মোটর সাইকেল ও স্কুটারে নালী - বাল্লা রাস্তায় দক্ষিন শালজানা গ্রামে কমিউনিটি ক্লিনিকটি অবস্থিত। গ্রাম-দক্ষিন শালজান,ডাকঘর-মালুচী,উপজেলা-শিবালয়,জেলা-মানিকগঞ্জ।
মোবাইল নং-
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস