Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র
বিস্তারিত

আরুয়া ইউনিয়নের ধুতুরাবাড়ী গ্রামে আরুয়া ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রটি অবস্থিত। ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রটি দ্বিতল ভবন।

ছবি
label.column.field_office_cism

পুরুষ বন্ধাকরন ও মহিলা বন্ধাকরন, আই, ইউ, ডি, ইমপ্লান্ট, ইনজেকটেবল, খাবার বড়ি, কন্ডম  ইত্যাদি সেবা এবং শিশু সেবা, সাধারন রোগী সেবা , গর্ভবতী সেবা ও অন্যান্য সেবা  গ্রহীতাদের প্রথমত রেজিষ্ট্রেশন করা হয় এবং এরপর সেবা প্রদান করা হয়।

সিটিজেন চার্টার

সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন

১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।

৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন

ট্যাবলেট সরবরাহ করা হয়।

৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমেরআওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয়

এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।

৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমেরআওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।

৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।

৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

কার্যক্রমপরিচালনা করা হয়।

৮. প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।

৯. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট

চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।

১০. উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।

নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।

১১. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন

কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকেক্রয় করতে হতে পারে।

১২. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা

টানানো আছে।

সাধারণ তথ্য

1. গর্ভকালীন যত্ন

      গর্ভকালীন সময়ে মায়ের চাই বিশেষ যত্ন। মহিলাদের গর্ভধারনের পূর্বেই নিজের স্বাস্থ্য, গর্ভধারণ ও সন্তান পালন সংক্রান্ত বিষয়ে সচেতন হওয়া দরকার। কারণ একজন সুস্থ্য মা-ই পারে একটি সু্স্থ ও স্বাভাবিক শিশুর জন্ম দিতে। তাই গর্ভবতী মায়ের জন্য প্রয়োজন সঠিক যত্ন ও পরিচর্যা। গর্ভকালীন যত্ন বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমাতে বিশেষ ভাবে সাহায্য … [বাকিটুকু পড়ুন]
   2. প্রসঙ্গ : মানসিক স্বাস্থ্যের উন্নয়ন

      বিশ্বব্যাপী মানসিক রোগীর সংখ্যা বর্তমানে প্রায় ৪৫ কোটি। এই সংখ্যা থেকে বলা যায়, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব আজ আর নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। মানসিক স্বাস্থ্যকে বিশ্বব্যাপী প্রাধান্য দেবার প্রচেষ্টা শুরু হয়েছিল অনেক পূর্বে । সেই ধারাবাহিকতায় এ বছর ‘ওয়ার্ল্ড ফেডারেশন অব মেন্টাল হেলথ’ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ … [বাকিটুকু পড়ুন]
   3. শরীর বিষমুক্ত করার অনন্য উপায়

      ড. জেফরি মরিসনের একটি বড় পরিচয় হল তিনি নিউইয়র্কের মরিসন সেন্টারটি প্রতিষ্ঠা করেছিলেন। আর অন্য পরিচয় হল তিনি আমেরিকান অ্যাকাডেমি ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব মেডিসিন বা এসিএএম-এর বোর্ডের একজন পরিচালক। প্রতিষ্ঠানটি আগে আমেরিকান অ্যাকাডেমি অব মেডিকেল প্রিভেনটিকস্‌ নামে পরিচিত ছিল। চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের কাছে ড. মরিসন শরীর বিষমুক্ত করার … [বাকিটুকু পড়ুন]
   4. স্বাস্থ্য সেবায় রোগীদের কাছ থেকে কর আদায়কে নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট

      স্বাস্থ্য সেবা খাতে রোগীদের কাছে বিভিন্ন পরীক্ষায় সময় সরকারি কর (ভ্যাট) আদায়কে সংবিধান পরিপন্থী, বে-আইনী ও নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো· মমতাজ উদ্দিন সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ রায় দেন।
      চিকিৎসা ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কর আদায়ের উদ্দেশ্যে ১৯৯১ সালের … [বাকিটুকু পড়ুন]

label.column.field_projects

ক্রম

প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান

সংশ্লিষ্ট বিধি বিধান

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানকারীগণের নাম ও পদবী

 

০১

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মসূচী বাস্তবায়ন করা

দায়িত্ব ও কর্তব্য/পরিপত্র

পূর্ব নির্ধারিত মাসিক ও বাৎসরিক প্রোজেকশন ভিত্তিক

উপজেলা পর্যায়ের ম্যানেজারগণ

 

০২

উপজেলা মাতৃ-শিশু ও প্রজনন স্বাস্থ্য কর্মসূচী বাস্তবায়ন করা

চলমান কর্মসূচী

 

০৩

নিয়মিত ও বিশেষ স্থায়ী পদ্ধতির কার্যক্রম আয়োজন করা

সপ্তাহে কমপক্ষে ১বার বিশেষ, স্থায়ী পদ্ধতির কর্মসূচী বাসত্মবায়ন

 

০৪

এম,সি,এইচ ইউনিটের কার্যক্রম বাস্তবায়ন করা

প্রতি কর্ম দিবস

ঐ   ও   পরিবার কল্যাণ পরিদর্শিকা

 

০৫

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহের পরিবার পরিকল্পনা মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য কার্যক্রম ইউনিয়ন পর্যায়ের কর্মীদের মাধ্যমে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা

 

 

প্রতি কর্ম দিবস

ঐ    ও    উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার    ও

পরিবার কল্যাণ পরিদর্শিকা

 




০৬

ইউনিয়ন কর্মীদের দ্বারা ইউনিট/গ্রাম পর্যায়ে  প্রদানের জন্য স্যাটেলাইট ক্লিনিক সংগঠনের ব্যবস্থা করা

প্রতি ইউনিয়নে সপ্তাহে দু’টি

 

ঐ    ও   পরিবার কল্যাণ পরিদর্শিকা

 

০৭

পরিবার কল্যাণ সহকারীদের বাড়ী পরিদর্শনের মাধ্যমে অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিতরণসহ উদ্বুদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়ন করা

দায়িত্ব  ও কর্তব্য/পরিপত্র

স্ব স্ব ইউনিটে প্রতি মাসে প্রায় ২০ দিন

 

পরিবার কল্যাণ সহকারী

০৮

এস,বি,এ ট্রেনিংপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারীগণ ইউনিট পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবার পাশাপাশি গর্ভবতী মায়ের প্রসবকালীন সেবা প্রদান

প্রতি কর্ম দিবস

 

এস,বি,এ প্রশিক্ষণ প্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী

০৯

পরিবার পরিকল্পনা এবং মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য কার্যক্রমে নিয়োজিত বেসরকারি সংস্থা সমূহের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ করা এবং তাদের কাজে সহযোগিতা ও তত্ত্বাবধান করা

 

নিয়মিত ভাবে

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিক্যাল অফিসার (MCH-FP)

 

ক্রম

প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান

সংশ্লিষ্ট বিধি বিধান

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানকারীগণের নাম ও পদবী

১০

সরকারের নিয়মিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) কার্যক্রমসহ বিশেষ দিনে (এনআইডি) টিকাদান বাস্তবায়ন করা

কর্ম এলাকা অনুসারে সপ্তাহে ১-২ দিন

উপজেলা পর্যায়ের ম্যানেজারগণ

১১

স্যাটেলাইট ক্লিনিকসহ সেবাকেন্দ্রে DDSকিট(ঔষধপত্র) এবং জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করা

সেবা কেন্দ্রের চাহিদা ভিত্তিক এবং সরবরাহ নীতিমালা অনুযায়ী সরবরাহ করা

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা

১২

উপজেলা পরিবার পরিকল্পনা মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য কার্যক্রম

বাস্তবায়নে সহায়ক তদারকী এবং মনিটরিং জোরদার করা

কর্মকর্তাদের জন্য নির্ধারিত ১৮ দিন থেকে ২০ দিন

 

ঐ  ও  মেডিক্যাল অফিসার (MCH-FP)

১৩

মন্ত্রনালয় এবং অধিদপ্তরের নির্দেশনা ও নীতিমালা মোতাবেক কার্যাবলী বাস্তবায়ন করা

নিয়মিত ভাবে

 

১৪

উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে মাসিক সভার আয়োজন করা

প্রতিমাসে

 

১৫

উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির সভার আয়োজন করা ও কমিটি কর্তৃক কোন দায়িত্ব প্রদান করা হলে তা বাস্তবায়ন করা

নিয়মিত ভাবে

 

১৬

মাঠ পর্যায়ে জন্ম নিরোধক ও শিশু সেবা গ্রহণকারীদের উপাত্ত যাচাই করা এবং উর্দ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রতিবেদন প্রেরণের ব্যবস্থা করা

          মাসিক কার্যক্রম

 

 

১৭

কর্মসূচীর মাসিক অগ্রগতির প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট প্রেরণ

 

প্রতি মাসে ৫ থেকে ৭ তারিখের মধ্যে

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিক্যাল অফিসার (MCH-FP)

১৮

কর্মচারীদের বার্ষিক বর্ধিত বেতন, দক্ষতা সীমা টাইম স্কেল, চিত্ত বিনোদন ছুটি মঞ্জুরের জন্য কর্তৃপক্ষের নিকট সুপারিশ সহ প্রেরণ

আবেদনের তিন কর্ম দিবসের মধ্যে

 

১৯

যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিলকৃত কর্মচারীদের যে কোন আবেদন উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট অগ্রায়ন করা

আবেদনের তিন কর্ম দিবসের মধ্যে

 

২০

মাঠ পর্যায়ে তথ্য, শিক্ষা, যোগাযোগ কার্যক্রম বাস্তবায়ন

নিয়মিত ভাবে

 

সিটিজেন চার্টার

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/ক্লিনিক (উপজেলা পর্যায়)

ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)                  

ক্রম

প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান

সংশ্লিষ্ট বিধি বিধান

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানকারীগণের নাম ও পদবী

০১

গর্ভবতী সেবা

দায়িত্ব ও কর্তব্য/পরিপত্র

যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান

পরিবার কল্যাণ পরিদর্শিকা

০২

গর্ভোত্তর সেবা

০৩

এম, আর সেবা

০৪

নবজাতকের সেবা

০৫

৫ বছরের কম বয়সী শিশুদের সেবা




০৬

প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা

০৭

ই, পি, আই সেবা

০৮

ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ

 

  ক) পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত)

ক্রম

প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান

সংশ্লিষ্ট বিধি বিধান

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানকারীগণের নাম ও পদবী

০১

পরিবার  পরিকল্পনা  বিষয়ক পরামর্শ প্রদান

দায়িত্ব ও কর্তব্য/পরিপত্র

যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান

পরিবার কল্যাণ পরিদর্শিকা

০২

খাবার বড়ি

০৩

জন্ম নিরোধক ইনজেকশন

০৪

আই,ইউ,ডি / কপার টি

০৫

ইমপ্ল্যান্ট

মেডিক্যাল অফিসার (MCH-FP)




০৬

ভ্যাসেকটমি/ এন,এস,ডি (স্থায়ী পদ্ধতি- পুরুষ)

 

নিয়মিতভাবে এবং নির্ধারিত বিশেষ স্থায়ী পদ্ধতির দিনে স্বল্পতম সময়ে

০৭

টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি-মহিলা)

০৮

পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ ব্যবহার জনিত পার্শ্বপ্রতিক্রিয়া ও জটিলতার সেবা

 

গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবাঃ

ক্রম

প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান

সংশ্লিষ্ট বিধি বিধান

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানকারীগণের নাম ও পদবী

০১

ই,সি,পি

সরকারি নির্দেশনা অনুযায়ী

যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান

পরিবার কল্যাণ পরিদর্শিকা

০২

কনডম - ১(ডজন) - ১ টাকা ২০ পয়সা

                      ঐ

 

ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকেঃ

ক্রম

প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান

সংশ্লিষ্ট বিধি বিধান

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানকারীগণের নাম ও পদবী

০১

আই,ইউ,ডি/কপারটি এর ক্ষেত্রে ১৫০+২৪০=৩৯০/- গ্রহিতাকে প্রদান করা হয় যাতায়াত বাবদ

সরকারি নির্দেশনা অনুযায়ী

যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান

পরিবার কল্যাণ পরিদর্শিকা

০২

নরপ্ল্যান্ট বা ইমপ্ল্যান্ট এর ক্ষেত্রে মোট ৩৬০/-

= (১৫০ + ৭০ + ৭০ + ৭০) টাকা

 

পরিবার কল্যাণ পরিদর্শিকা ও মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি)

০৩

স্থায়ী পদ্ধতি (পুরুষ) এর ক্ষেত্রে ২০০০/- ও ১টি লুঙ্গি

সপ্তাহে প্রতি সোমবার

০৪

স্থায়ী পদ্ধতি (মহিলা) এর ক্ষেত্রে ২০০০/- ও ১টি শাড়ি

 

ঙ) অন্যান্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)

ক্রম

প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান

সংশ্লিষ্ট বিধি বিধান

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানকারীর নাম ও পদবী

০১

সাধারণ রোগী সেবা

দায়িত্ব ও কর্তব্য পরিপত্র

স্বল্পতম সময়ে

পরিবার কল্যাণ পরিদর্শিকা

০২

বয়ঃসন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা)

০৩

স্বাস্থ্য শিক্ষামূলক সেবা

যোগাযোগ

শিবালয় উজেলা হইতে বাসে চঢ়ে পাটুরিয়া ঘাটের আগে ধুতুরা বাড়ী চৌরাস্তা নেমে  আধা কিঃ মিঃ পূর্বে ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রটি অবস্থিত।

গ্রাম- ধুতুরাবাড়ী,ডাকঘর-নালী.উপজেলা-শিবালয়, জেলা-মানিকগঞ্জ। মোবাইল নং-০১৭২৫৭৮৩৭১৭।